চট্টগ্রামে গিগাবাইট ডিলার মিট অনুষ্ঠিত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো গিগাবাইট ডিলার মিট ২০১৫। স্মার্ট টেকনোলজিস অনুষ্ঠানটি আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের জেনারেল ম্যানেজার জাফর আহমেদ এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান।

Gigabute

Techshohor Youtube

অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, বাংলাদেশের বাজারে স্মার্ট টেকনোলজিস গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ডসহ বেশ কিছু অপশন এক্সেসরিজের একমাত্র পরিবেশক। বাজারের অন্যান্য পরিবেশকের তুলনায় স্মার্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিক্রয়োত্তর সেবা। শুধুমাত্র গিগাবাইট পণ্য নয়, স্মার্টের পরিবেশিত যে কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবার উপর সর্বাধিক গুরুত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে গিগাবাইটের নতুন নতুন পণ্য ও প্রযুক্তি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা মোঃ আনাস খান।

ফখরুদ্দিন মেহেদী

*

*

আরও পড়ুন