ওয়ানহাওয়ের থ্রিডি প্রিন্টার বাজারে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ানহাও ব্র্যান্ডের থ্রিডি প্রিন্টার বাজারে এনেছে প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস।

ডিভাইসটিতে অটোক্যাড, থিডি এস ম্যাক্স ও মায়ার মতো জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যার জুড়ে দেয়া হয়েছে।

ডি৫এস মিনি নামের প্রিন্টারটি যে কোন ত্রিমাত্রিক (থ্রিডি) মডেলকে নিখুঁতভাবে প্রিন্ট করতে পারে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Techshohor Youtube

3D-printer-wanhao

প্রিন্টারটি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মডেল, প্রোটোটাইপ মডেল, আর্কিটেকচারাল মডেল বা সৌখিন যে কোন মডেল প্রিন্টের জন্য আদর্শ ডিভাইস বলে কম্পিউটার সিটি টেকনোলজিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

থ্রিডি প্রিন্টারটির মূল্য ধরা হয়েছে এক লাখ ৫০ হাজার টাকা।

*

*

আরও পড়ুন