![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতার শুরুটা হয়েছিল এ দিনে। তাইতো ২৬ মার্চ বাংলাদেশের বিশেষ দিন স্বাধীনতা দিবস। একই সঙ্গে জাতীয় দিবস। এ বিশেষ দিবসটি উদযাপনে বিশেষ একটি ডুডল প্রকাশ করেছে গুগল।
গুগলের হোমপেজ সেজেছে লাল সবুজের সাজে। বাংলাদেশের পতাকার লাল ও সুবজ রংয়ে
ডুডলটিতে গুগল লেখাটিকে ফুটিয়ে তোলা হয়েছে।
ইংরেজিতে লেখা গুগলের দুই দিকের পাঁচটি অক্ষর সবুজ রংয়ে সাজানো হযেছে। আর মাঝখানের ‘ও’ অক্ষরটিকে লাল রঙে বৃত্ত হিসেবে দেখানো হয়েছে যার মধ্যে রয়েছে বাঘ (রয়াল বেঙ্গল টাইগার)।
তবে বাঘটিকে দেখতে বিড়ালের মতো মনে হচ্ছে। এমন ছবি ব্যবহার করায় সমালোচনাও করছেন অনেকে।
ডুডলটির ওপর ক্লিক করলে গুগল সার্চ পেজে নিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত সংবাদ ও প্রবন্ধের বিভিন্ন লিংকে।
এর আগে ২০১৩ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আবহ ফুটিয়ে তোলা হয়েছিল গুগল ডুডলে।
– আমিন রানা
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি