![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত গণিত সপ্তাহের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে গণিতের সৌন্দর্যকে পৌঁছে দিতে ১৩ মার্চ কলেজটিতে আয়োজন করা হয় এই গণিত সপ্তাহের।
নিউট্রিনো এসিসি সাইন্স ক্লাব এই আয়োজনে দেশের ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী। এর মধ্যে বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, কুইজ ও বিজ্ঞানভিত্তিক গল্প লেখার প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিজয়ী হন ৫১ জন। শনিবার তাদেরকেই পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউট্রিনো এসিসি সাইন্স ক্লাবের মোডারেট মিজানুর রহমান এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী।
পরবর্তী সময়ে এই ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করা হবে বলেও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি