![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের সবচেয়ে বেশি দর্শকের আগ্রহের কেন্দ্র্রবিন্দুতের রয়েছে একটি ক্রিকেট ম্যাচ। সেই ম্যাচ নিয়ে শত কোটি মানুষের উত্তেজনায় যোগ দিয়েছে গুগলও।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ-ভারতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ উপলক্ষে সার্চ জায়ান্টটির হোম পেইজও ক্রিকেটের আবহ পেয়েছে।
ম্যাচটি উদযাপন করতে ডুডলেও ক্রিকেটের রং লেগেছে। লাল সবুজের বাংলাদেশের পতাকার পাশাপাশি ভারতের পতাকার রং দিয়ে দুই দেশের তিনজন করে মোট ছয়জন ব্যাটসম্যানের ছবি স্থান পেয়েছে ডুডলটিতে। যা দেখে মনে হবে ব্যাটসম্যানরা বাউন্ডারি হাঁকাচ্ছেন!
ডুডলের ক্যাপশনে গুগল লিখেছে ‘ইটস ইন্ডিয়া ভিএস বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল’। এ যেন ক্রিকেটপ্রেমীদের জাগিয়ে তোলার আহবান।
শুধু তাই নয়, ডুডলটিতে ক্লিক করলে ম্যাচটির চলমান স্কোর, উইকেট, ওভারও দেখা যাচ্ছে।
বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নিয়ে গত কয়দিন থেকেই চলছে উত্তেজনা।
দেশ দুটির সমর্থকদের মধ্যেও ম্যাচটি নিয়ে অনলাইনে আবেগের ঝড় বয়ে যাচ্ছে। সাইবার হামলাসহ আরো নানা ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও ছিল সরব।
অবশেষে বৃহস্পতিবার সকালে ম্যাচটি মাঠে গড়িয়েছে। টস জিতে ভারত ব্যাটিংয়ে নেমেছে। আর দুই উইকেট নিয়ে উত্তেজনার পারদ ধরে রেখেছে টাইগাররা।
ফখরুদ্দিন মেহেদী
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি