টিভি আনছে গুগল

google-tv_techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সার্চ জায়ান্ট গুগল এবার টিভি ব্যবসায় নামছে। আগামী বছরের শুরুর শুরুর দিকে ‘নেক্সাস টিভি’ নিয়ে বাজারে হাজির হচ্ছে। টেলিভিশন দেখা ছাড়াও এটি দিয়ে ইউটিউবি থেকে ভিডিও দেখা ও গেইম খেলা যাবে।

এটির মাধ্যমে হুলু ও নেটফ্লিক্স সার্ভিসের মাধ্যমে ভিডিও স্ট্রিমিংও করা যাবে। এমনকি অ্যানড্রয়েড মোবাইল দিয়েও এটি নিয়ন্ত্রণ করা যাবে বলে দা ভার্জিসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

google-tv_techshohor

Techshohor Youtube

প্রতিবেদনে বলা হয়, নেক্সাসের মাধ্যমে নতুন প্রযুক্তির সেট টপ ডিভাইসের সাথে যুক্ত হচ্ছে গুগল। এ সেট টপের মাধ্যমে মোশন সেন্সর ব্যবহার করে গুগল টিভিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রন করা যাবে।

খবরে বলা হয়েছে, নেক্সাসের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বাজারে থাকা টেক জায়ান্ট অ্যাপলের টিভি। এ ছাড়া ইন্টেল ও আমাজন অচিরেই একই ধরনের প্রযুক্তি নিয়ে হাজির হতে পারে।

বিশ্লেষকদের মতে, টেলিভিশন স্ট্রিমিংয়ের বাজারে সার্চ জায়ান্ট গুগলের এটি প্রথম প্রচেষ্টা নয়। এর আগে প্রতিষ্ঠানটি ক্রোমকাস্ট নামের ছোট এইচিডিএমএ প্লাগ-ইন বাজারে এনেছিল। নেক্সাস টিভি ক্রোমকাস্টের উন্নত সংস্করণ বলে মনে করা হচেছ।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন