![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সার্চ জায়ান্ট গুগল এবার টিভি ব্যবসায় নামছে। আগামী বছরের শুরুর শুরুর দিকে ‘নেক্সাস টিভি’ নিয়ে বাজারে হাজির হচ্ছে। টেলিভিশন দেখা ছাড়াও এটি দিয়ে ইউটিউবি থেকে ভিডিও দেখা ও গেইম খেলা যাবে।
এটির মাধ্যমে হুলু ও নেটফ্লিক্স সার্ভিসের মাধ্যমে ভিডিও স্ট্রিমিংও করা যাবে। এমনকি অ্যানড্রয়েড মোবাইল দিয়েও এটি নিয়ন্ত্রণ করা যাবে বলে দা ভার্জিসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নেক্সাসের মাধ্যমে নতুন প্রযুক্তির সেট টপ ডিভাইসের সাথে যুক্ত হচ্ছে গুগল। এ সেট টপের মাধ্যমে মোশন সেন্সর ব্যবহার করে গুগল টিভিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রন করা যাবে।
খবরে বলা হয়েছে, নেক্সাসের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে বাজারে থাকা টেক জায়ান্ট অ্যাপলের টিভি। এ ছাড়া ইন্টেল ও আমাজন অচিরেই একই ধরনের প্রযুক্তি নিয়ে হাজির হতে পারে।
বিশ্লেষকদের মতে, টেলিভিশন স্ট্রিমিংয়ের বাজারে সার্চ জায়ান্ট গুগলের এটি প্রথম প্রচেষ্টা নয়। এর আগে প্রতিষ্ঠানটি ক্রোমকাস্ট নামের ছোট এইচিডিএমএ প্লাগ-ইন বাজারে এনেছিল। নেক্সাস টিভি ক্রোমকাস্টের উন্নত সংস্করণ বলে মনে করা হচেছ।
– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি