![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পালিত হলো বিশ্বের প্রথম ইন্টারনেট ডোমেইন ডট কমের ৩০তম জন্মদিন।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচ্যুসেটসে ১৯৮৫ সালের ১৫ মার্চ সিম্বোলিকস ডটকম নামে একটি প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করা হয়।
আর ওই নিবন্ধনের মাধ্যমেই জন্ম ডটকম যুগের। আর পরবর্তী সময়ের ডব্লিউ ডব্লিউ ডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল ডটকম।
ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সিইআরএন) এর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জন্ম নেয় ১৯৯১ সালে। স্যার টিম বারনার্স লি হচ্ছেন থ্রি-ডাব্লিউ’র জনক।
৩০ বছর পর বিশ্বজুড়ে ইন্টারনেট সার্চে বিভিন্ন সাইটের ঠিকানায় থ্রি-ডব্লিউ এবং ডটকম ব্যবহার করে থাকেন কোটি কোটি ব্যবহারকারীরা।
মজার বিষয় হচ্ছে এখনো ইন্টারনেটে সিম্বোলিকস ডটকম ডোমেনটি রয়েছে। এটি মূলত একটি কম্পিউটার ল্যাংগুয়েজ ডেভলপার হিসেবেই বেশি পরিচিত।
তবে ইন্টারনেটের জনপ্রিয়তার বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ডটকমের জনপ্রিয়তা। ১৯৮৭ সালে ডোমেইনের সংখ্যা ১০০ ছাড়ায়। আর বর্তমানে দিনে নিবন্ধন হয় ৮০ হাজারের বেশি ডোমেইন।
ইয়াহু নিউজ অবলম্বনে সৌমিক আহমেদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি