vivo Y16 Project

আদমজী কলেজে গণিত সপ্তাহ পালিত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন প্রজন্মের কাছে গণিতের সৌন্দর্যকে পৌঁছে দিতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে গণিত সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। নিউট্রিনো এসিসি সাইন্স ক্লাব এই আয়োজনের উদ্যোগ নেয়।

এতে গণিত নিয়ে ১৫টি বিশেষ সেশনের আয়োজন করা হয়। প্রায় ৫ হাজার শিক্ষার্থী সেশনগুলোতে অংশগ্রহণ করেন।

গণিত ভিত্তিক সেশন ছাড়াও এই আয়োজনে ছিলো বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, কুইজ ও বিজ্ঞানভিত্তিক গল্প লেখার প্রতিযোগিতা।

Techshohor Youtube

clg

এই আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ১৯ই মার্চ। এতে উপস্থিত থাকবেন বুয়েটের সিএসই বিভাগে প্রফেসর ড.মোহাম্মদ কায়কোবাদ, নিউট্রিনো এসিসি সাইন্স ক্লাবের মোডারেট মিজানুর রহমান এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী।

পরবর্তী সময়ে এই ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করা হবে বলেও এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

তুসিন আহমেদ

*

*