![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দাদের বিরুদ্ধে অনলাইন নজরদারি বা মোবাইল ফোনে আড়িপাতার অভিযোগ বহু পুরনো। বাহিনী দুটির বিরুদ্ধে সম্প্রতি সিম কার্ড হ্যাক করার নতুন এক অভিযোগ এসেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য অ্যাডওয়ার্ড স্নোডেন এই অভিযোগ এনেছেন। তথ্য ফাঁস করে বিখ্যাত হওয়া স্নোডেন জানিয়েছেন, কোড চুরি করার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা সম্প্রতি একটি সিম কার্ড নির্মাতা প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালায়!
স্নোডেনের ফাঁস করা নতুন এক রিপোর্টের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিমালতো নামের এক ডাচ কোম্পানিতে সাইবার হামলা চালিয়ে তাদের সিম কার্ডের কোড চুরি করে গোয়েন্দারা। সাবেক এই মার্কিন গোয়েন্দার এই অভিযোগে বেশ ঘাবড়ে গেছে প্রতিষ্ঠানটি।
বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন সেলুলার নেটওয়ার্কে ভয়েস ও ইন্টারনেট ব্যবস্থায় নজরদারি করতে এই আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা।
জিমালতোর ৪০ টির মতো সিম উৎপাদন কারখানা রয়েছে। বিশ্বে প্রধান প্রধান বেশ কিছু মোবাইল অপারেটর প্রতিষ্ঠান নেদারল্যান্ডসের এই প্রতিষ্ঠানের কাছ থেকে সিম কিনে থাকে। প্রতিষ্ঠানটি ৮৫ টি দেশে সিম তৈরি করে বলে জানা গেছে।
বিবিসি অবলম্বনে আহমেদ মনসুর
আরও পড়ুন:
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি