মাইক্রোসফট অফিস ২০১৬ অ্যাপ চলতি বছরেই

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের অফিস অ্যাপের পরবর্তী ভার্সন অফিস ২০১৬।

মাইক্রোসফট অফিস জেনারেল ম্যানেজার জুলিয়া হোয়াইট নতুন ডেস্কটপ অফিস ভার্সনের নাম ঘোষণা করেছেন।

অফিস ২০১৬ ভার্সনকে ‘হার্ড ইন অফিস’ বলে উল্লেখ করেছেন, জুলিয়া।

Techshohor Youtube

White_

মাইক্রোসফট কানেক্ট সাইটে সাইন ইন করে অফিস ২০১৬ ভার্সনটি ব্যবহারের অভিজ্ঞতা নেওয়া যাবে।

অফিস ২০১৩ থেকে নতুন অফিস অ্যাপটি বিশেষ কোন পরিবর্তন আনা হয়নি। তবে, অ্যাপ্লিকেশনের থিম আরও ডার্ক করা হয়েছে।

এ ছাড়া, একটি সাহায্যকারী অ্যাপ টেল মি টুল ও ইমেজ রোটেশন ফিচার যোগ করা হয়েছে।

মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়াননোট, আউটলোকসহ অফিস অ্যাপের অন্য ফিচারগুলোতো থাকছেই।

টার্চ স্কিন সুবিধাসহ উইন্ডোজ ১০ এর জন্য তৈরি মাইক্রোসফট অফিসের সঙ্গে জুনে রিলিজ করা হবে অফিস ২০১৬।

দ্যা ভার্জ অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন