![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিল : থ্রিডি ছবি তোলা যাবে এমন ক্যামেরা আনছে জার্মানির ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ডুসেলডর্ফ।
স্মার্টফোনে সেলফি উন্মাদনায় আক্রান্ত সারা বিশ্ব। সেকারণে ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নামী-দামী ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
এসব বিষয় বিবেচনায় নিয়েই এবার থ্রিডি সেলফি প্রযুক্তির ক্যামেরা আনার ঘোষণা দিয়ে চমক দেখালো ডুসেলডর্ফ।
অত্যাধুনিক লেন্স যোগ করা হয়েছে ক্যামেরাটিতে। তবে, ক্যামেরার রেজ্যুলেশন বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
একই সঙ্গে থ্রিডি সেলফি প্রিন্টার আনছে ডুসেলডর্ফ এর সহযোগী প্রতিষ্ঠান ডোভ।
এরই মধ্যে পরীক্ষামূলক ভাবে থ্রিডি সেলফি প্রিন্ট করা হয়েছে, যা গ্রাহদের মধ্যে খুবই সারা ফেলেছে বলে জানিয়েছেন ডোভের সিইও মিসেল অ্যান্ডারসন।
এ বছরের শেষের দিকে ইউরোপের বাজারে আসবে ক্যামেরাটি। তবে, বিশ্ব বাজারে কবে আসবে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
ডিজিট অবলম্বনে সৌমিক আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি