![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিল : বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের উপর নজরদারি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ)।
রাশিয়ার সফটওয়ার নিরাপত্তা প্রদানকারী ক্যাসপারস্কির এক প্রতিবেদনে সাধারণ অনলাইন ব্যবহারকারীদের ওপর মার্কিন নজরদারির তথ্য প্রকাশিত হয়েছে।
নামী ও জনপ্রিয় ব্র্যান্ডের কম্পিউটার হার্ডডিস্কে একটি বিশেষ সফটওয়ার ইনস্টল করে গোপনে নজরদারি চালিয়ে আসছে এনএসএ।
গোয়েন্দা নজরদারির তালিকায় বাংলাদেশের নাম এলেও বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি প্রতিবেদনে।
মার্কিন নজরদারির তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রাশিয়া, ইরান, চীন, পাকিস্তান, সিরিয়া, মালি, আলজেরিয়া ও ইয়েমেন অন্যতম।
ওদিকে, মোবাইলের সিমকার্ড নির্মাতা প্রতিষ্ঠান জেমাল্টোর কম্পিউটার সিস্টেম হ্যাক করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও ব্রিটিশ ইন্টিলিজেন্স সংস্থা।
সাধারণ মানুষের উপর গোয়েন্দা নজরদারী চালাতে ২০১০ সালে ওই হ্যাকিংয়ের ঘটনা ঘটে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-(এনএসএ) এর সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোপন তথ্যের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে প্রথমে ওই সিমকার্ড নির্মাতা প্রতিষ্ঠানের কর্মীদের উপর উপর নজরদারী চালানো হয়।
পরে ওই প্রতিষ্ঠানের সিম ব্যবহারকারী সাধারণ মানুষের ফোনকল, টেক্সট ও ই-মেইল থেকেও তথ্য সংগ্রহ করে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা।
বিবিসি অবলম্বনে সৌমিক আহমেদ
আরও পড়ুন: