ব্লগ বা সাইটে ভিজিটর টানার উপায়

 তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ব্লগ বা ওয়েবসাইটে শুরুর দিকে ভালো ভিজিটর পাওয়া যায় না। এমনকি, অনেক পুরনো ব্লগ বা ওয়েবসাইটেও এই সমস্যা দেখা যায়। আর এ কথা তো বলাই বাহুল্য, ভালো ভিজিটর না থাকলে সাইট বা ব্লগের কোনো গুরুত্বই থাকে না। তবে কৌশল জানা থাকলে এই সমস্যা কাটিয়ে উঠা যায় সহজেই। এই টিউটোরিয়ালে তুলে দেয়া হলো তেমনই কিছু কৌশল-

সোশ্যাল মিডিয়া শেয়ার

বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো হলো ভিজিটর টানার অন্যতম মাধ্যম। সেজন্য ফেইসবুক, টুইটার বা গুগল প্লাসের মতো মাধ্যমগুলোতে ব্লগ বা সাইটের ফ্যানপেইজ খুলতে হবে। ভিজিটর আকৃষ্ট করার জন্য সর্বশেষ বিষয়বস্তু পোস্ট করতে হবে। খুঁজে খুঁজে বিভিন্ন গ্রুপেও তা শেয়ার করাও যেতে পারে।

Techshohor Youtube

article-1234932-07415FF6000005DC-165_468x362

পোস্টে ইন্টারনাল লিংক যুক্ত

ব্লগে নতুন কোনো কনটেন্ট পোস্ট দিলে তাতে ইন্টারনাল লিংক জুড়ে দিতে হবে। এতে ভিজিটর দীর্ঘক্ষণ থাকবে। ব্লগ বা সাইটে ভিজিটর দীর্ঘক্ষণ থাকা মানে এর বাউন্সরেট কমা।

ব্যাকলিংক তৈরি করা

ভিজিটর পাওয়ার আরেকটি উপায় হলো এর ব্যাক লিংক তৈরি করা। এতে সার্চ ইঞ্জিনে সাইটটিকে খুঁজে পাওয়া সহজ হবে। ব্যাকলিংক মানে ব্লগ কমেন্টিং, আর্টিকেল মার্কেটিং ইত্যাদি।

মন্তব্যের সুবিধা

ভিজিটরদের জন্য ব্লগে মন্তব্যের অপশন রাখা যেতে পারে। এতে বিভিন্ন পোস্টে গঠনমূলক কমেন্ট পড়বে বা এ নিয়ে প্রশ্ন আসবে। কেউ প্রশ্ন করলে অবশ্যই উত্তর দিতে হবে। পোস্টে কমেন্ট বাড়া মানে গুগলের কাছে সাইট বা ব্লগের অথোরিটি বৃদ্ধি পাওয়া।

ব্লগের ডিজাইন

ব্লগ বা সাইটের ডিজাইনে অতিরিক্ত রঙচঙ ব্যবহার উচিৎ নয়। কনটেন্ট পড়া ও বোঝার ক্ষেত্রে সাধামাটা ডিজাইনই ভালো। অতিরিক্ত রঙচঙের কারণে ভিজিটররা বিরক্ত হয়ে থাকে।

৩ টি মতামত

  1. Rangpur Digital IT Point said:

    অনেক শুন্দর, কিন্তু এই সকল ব্যাসিক টিপস গুলো প্রায় সকল ওয়েব সাইটেই পাওয়া যায়। কিন্তু এগুলো বিস্তারিত কোথাও নেই। যেমন আপনি যে সকল বিষয়গুলো লিখেছেন এগুলো কোনটা কিভাবে করা যায় এগুলো সম্পর্কে বিস্তারিত লিখলে অনেক ভালো হতো বলে মনে হয়।

*

*

আরও পড়ুন