এইচপির নতুন ব্রান্ড পিসি বাজারে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে এইচপি ব্র্যান্ডের নতুন কম্পিউটার এনেছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড। এইচপি ২৮০ জি১ এমটি মডেলের কম্পিউটারটিতে প্রয়োজনীয় সকল কাজ করা যাবে।

কম্পিউটারটিতে রয়েছে কোর আই থ্রি প্রসেসর এবং ইন্টেলের এইচ৮১ চিপসেট মাদারবোর্ড। স্টোরেজ সুবিধার জন্য এতে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডড্রাইভ এবং ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‍্যাম।

hp

Techshohor Youtube

১৮.৫ ইঞ্চি ডিসপ্লের মিনটরটিতে রয়েছে ডিভিডি রাইটার। এছাড়া এইচপি ইউএসবি কীবোর্ড এবং এইচপি ইউএসবি মাউস।

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ কম্পিউটারটির মূল্য ৩৮ হাজার টাকা।

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন