![]() |
হাসান যোবাযের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফটোশপে অনেকগুলো টুলস বা অপশন রয়েছে যা প্রায় কাছাকাছি কাজ করে থাকে। ব্যবহারকারীর প্রয়োজন মত যে কোনো টুল বা অপশন ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ফটোশপ পুরোপুরি ফ্লেক্সিবল যা নিজের মত করে ব্যবহার করা যায়। ভিডিও টিউটোরিয়ালের ১৯ তম পর্বে Hue/Saturation নিয়ে আলোচনা করা হয়েছে।
Hue/Saturation এর কাজ পূর্বের পর্বের মত অনেকটা কালার কারেকশনের মতো। পার্থক্য খুবই কম। এ অপশন দিয়েও ছবির কালারের যে ভুলগুলো থাকে তা ঠিক করা যায়। ভিডিওতে উদাহরণসহ অনেক বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। গত পর্বে কালার নিয়ে আলোচনায় আশা করা যায় এ বিষয়ে পুরোপুরি ধারণা হয়েছে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি