![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টার জন্মদিন উদযাপন করেছে গুগল ডুডল।
প্রায় প্রতিদিনই বৈদ্যুতিক বাতি বা অন্যান্য বিষয়ে ভোল্ট কথাটি ব্যবহার করে থাকেন অনেকেই। সেই ভোল্টই হচ্ছেন আলেসান্দ্রো ভোল্টা।
১৭ শতকের আশির দশকে আলেসান্দ্রো ভোল্টার নাম অনুসারে বিদ্যুৎ বিভবের এককের নাম দেওয়া হয় ভোল্ট।
ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেটসহ বিভিন্ন ডিভাইসে ব্যাটারি অত্যান্ত গুরুত্বপূণ। এক কথায় আধুনিক সভ্যতায় ব্যাটারি অনেক বড় অবদান রেখে চলেছে। আর সেই ব্যাটারি বিশ্বে প্রথম আবিস্কার করেন আলেসান্দ্রো ভোল্টা।
স্থির বিদ্যুৎ, ব্যাটারি ও মিথেন গ্যাস আবিষ্কারের মাধ্যমে চীর স্বরণীয় হয়ে আছেন আলেসান্দ্রো ভোল্টা।
ইতালির এই পদার্থবিদের ২৭০তম জন্মদিন ছিল বুধবার।
এ উপলক্ষে গুগলের হোমপেজে বিশেষ ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ভোল্টাকে।
বিশেষ ডুডলে গুগল শব্দটির ওয়ার্ডগুলোকে বিশেষ ভাবে উপস্থাপন করা হয়েছে। ডুডলে ‘এল’ ওয়ার্ডটিকে ব্যাটারির আদলে তৈরী করা হয়েছে। মোবাইলে ব্যাটারি চার্জের মতো চার্জ হতে দেখা যাচ্ছে। এবং গুগল শব্দটির বাকি ওয়ার্ডগুলো লাইটের মতো জ্বলে উঠছে।
বিভিন্ন দেশের জাতীয় দিবস, বিশ্বজুড়ে পালিত জাতিসংঘ দিবস ও বিখ্যাত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বিশেষ দিনগুলোতে গুগল ডুডলে পরিবর্তন আনে সার্চ জায়ান্ট গুগল।
টাইম ম্যাগাজিন অবলম্বনে সৌমিক আহমেদ
আরও পড়ুন:
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি