![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিল : দেশের বাজারে ডেল ব্র্যান্ডের নতুন ডেস্কটপ কম্পিউটার এনেছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড।ডেল অপটিপ্লেক্স ৩০২০ মডেলের কম্পিউটারটিতে রয়েছে ইন্টেল কোর আই থ্রি প্রসেসর।
এই ডেস্কটপ কম্পিউটারটিতে রয়েছে রয়েছে ইন্টেল ৮১ চিপসেট মাদারবোর্ড। স্টোরেজ সুবিধার জন্য রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক এবং ৪ গিগাবাইট র্যাইম।
১৮.৫ ইঞ্চি মনিটরসহ এতে আরও রয়েছে ডিভিডি রাইটার, ইন্টার্নাল ডেল বিজনেস অডিও স্পীকার, এইচডি ৪৪০০ গ্রাফিক্স কার্ড, ডেল এমএস১১১ ইউএসবি অপটিক্যাল মাউস এবং ডেল কেবি২১২-বি মডেলের ইউএসবি কীবোর্ড।
কম্পিউটারটির মূল্য ধরা হয়েছে ৩৬ হাজার ৫০০ টাকা।
তুসিন আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি