![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিল : যত দূরে গ্যালাক্সি তার বয়স তত কম। মানুষের সবচেয়ে বড় অর্জন হলো ভূমি হতে আকাশে পাড়ি দেওয়া। ছায়াপথ ও মহাকাশ নিয়ে গবেষনা করলে আমাদের দেশে ধীরে ধীরে এগিয়ে যাবে প্রযুক্তিতে।
নাসার গবেষক ড. দ্বীপেন ভট্টাচার্য আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ‘মহাকাশ ও ছায়াপথ’ নিয়ে আয়োজিত এক সেমিনারে এই বক্তব্য দেন।
বক্তব্যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে বিভিন্ন বই পড়ার পাশাপাশি জ্ঞানকে সমৃদ্ধ করতে বলেন।
প্রধান অতিথিদের বক্তব্যর পরে শিক্ষার্থীদের বিভিন্ন পশ্নের উত্তর দেয় বক্তারা। এই আয়োজনে সহযোগীতায় ছিলো মাসিক বিজ্ঞান সাময়িকী জিরো টু ইনফিনিটি।
তুসিন আহমেদ