vivo Y16 Project

জলবায়ু পরিবর্তন রোধে অ্যাপলের ৮৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ

tim_cook_

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সৌর বিদ্যুৎ প্রকল্পে ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

জলবাযু পরিবর্তনের হুমকি মোকাবেলায় এমন উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে একটি প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করছে যুক্তরাষ্ট্রের সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান ফাস্ট সোলার ও অ্যাপল।

Techshohor Youtube

যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়া অঙ্গরাজ্যের মোন্টোরি কাউন্টিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

tim_cook_

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গোল্ডম্যান শ্যাস টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট কনফারেন্সে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক সোলার প্যানেলে বিনিয়োগের কথা জানিয়েছেন।

কুক বলেন, সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় ক্যালির্ফোনিয়ার মোন্টোরি কাউন্টির ৬০ হাজার বাড়িতে সৌর বিদ্যুত সরাবরাহ করা হবে। নিজেদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাবেন কাউন্টির সবাই।

এছাড়াও ক্যালির্ফোনিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল সদর দপ্তরে ব্যবহার কারা হবে ওই প্রকল্পের বিদ্যুৎ।

কনফারেন্সে অ্যাপল সিইও বলেন, সত্যি সত্যিই জলবায়ুর পরিবর্তন হচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলার সময় পার হয়ে গেছে। এখন সময় ব্যবস্থা নেওয়ার।

ইয়াহু নিউজ অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন

vivo Y16 Project