টুইনমসের নতুন ট্যাবলেট বাজারে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে এসেছে টুইনমস ব্রান্ডের টি১০৩জিকিউ২ মডেলের টুইন-ট্যাব।

১.৩ গিগাহার্জ কোয়ার্ড কোর প্রসেসর সম্পন্ন এই ট্যাবলেটটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ (কিটক্যাট) অপারেটিং সিস্টেম থ্রিজি সিম সাপোর্ট, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১ জিবি র্যা ম, ১০.১ ইঞ্চি ডিসপ্লে, এয়ারফোন জ্যাক, বিল্ট ইন মাইক্রোফোন এবং ৬৪০০ মিনি এমপ্লিফায়ার ব্যাটারি।

TwinMOS

Techshohor Youtube

১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ট্যাবটির মূল্য ধরা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

মনসুর

*

*

আরও পড়ুন