![]() |
আদনান নিলয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের কোম্পানি আইনলের নতুন বাজেট ফ্রেন্ডলি ট্যাব আইনল নভো ৮ ডিস্কভার। ৮ ইঞ্চির এ ট্যাবলেটে কম দামে বেশ ভালো কনফিগারেশনের দেখা মিলবে।
সস্তায় বড় ডিসপ্লেতে দেখতে আকর্ষণীয় হওয়ায় দেশের বাজারেও এটি বেশ বিক্রি হচ্ছে। হাই এন্ডের বাইরে যারা ট্যাব কেনার পরিকল্পনা করেন তাদের অনেকেই এ ব্র্যান্ডের দিকে ঝুঁকছে।
ডিজাইন
এর মেটালিক সিলভার বডি সবদিকে সমতল। ডিজাইন ও গড়ন বেশ প্রিমিয়াম, ফিনিশিং চমৎকার। ৪৩৯ গ্রাম ওজনে বাজারের অন্যান্য ট্যাবের থেকে ভারি এটি।
ডিসপ্লে
১০২৪*৭৬৮ রেজ্যুলুশনের আইপিএস ডিসপ্লে দামের বিচারে চমৎকার, কিন্তু সব অ্যাপে নয়। কিছু অ্যাপ চালানোর সময় বিরক্তিকরভাবে ঘোলা দেখা যেতে পারে। ট্যাবটিতে ফোর-কে ভিডিও প্লেয়ার সাপোর্ট করবে, এ দামে যা এক্সক্লুসিভ ফিচার।
ক্যামেরা
নভো ৮ এর পেছনে ২ মেগাপিক্সেল ও সামনে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। ভালো কোয়ালিটি অবশ্যই পাওয়া যাবে না, কিন্তু কাজ চালাবার মতো বলা চলে । অটোফোকাসসহ স্ট্যান্ডার্ড বেশ কিছু বেসিক ফিচারও রয়েছে।
কনফিগারেশন ও পারফরম্যান্স
১.৫ গিগাহার্জ কর্টেক্স এ৭ কোয়াড কোর প্রসেসর ও ২ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। প্লে স্টোরের বেশিরভাগ অ্যাপই চলবে। যদিও ভারি অ্যাপ ও গেইম প্রায়ই ল্যাগ করতে পারে।
এমনিতে সাধারণ সব কাজ মসৃণভাবে করতে পারবেন। মাল্টিটাস্কিং ভালো, যদিও অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চললে ধীর গতির হয়ে পড়তে পারে। নেট ব্রাউজিংয়ে ক্রোম, ফায়ারফক্স থেকে পুরো গতি পাওয়া যাবে।
১৬ ও ৩২ জিবির দুটি ভার্সনে পাওয়া যাচ্ছে ট্যাবটি। মেমোরি কার্ড দিয়ে তা বাড়ানো যাবে না।
ব্যাটারি
ব্যাটারি লাইফ খুবই ভালো এর। পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারে এ ডিভাইস হাতে পুরো একদিন ঝামেলা ছাড়াই কাটিয়ে দেওয়া যাবে।
দাম ১৫ হাজার টাকা।
এক নজরে ভালো
– চমৎকার ডিসপ্লে
– ভালো পারফরম্যান্স
– সুদীর্ঘ ব্যাটারি লাইফ
এক নজরে খারাপ
– মাঝারি মানের ক্যামেরা