Header Top

বাজারে মাইসেলের নতুন ফোন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  দেশের বাজারে নতুন ফোন আনলো মাইসেল মোবাইল। জি-১ মডেলের নতুন এই ফোনে কমদামে থ্রিজি সুবিধা পাওয়া যাবে।

২.৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লের ফোনটিতে পিছনে ছবি তোলার জন্য রয়েছে ফ্ল্যাশসহ ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। স্টোরেজ সুবিধা জন্য রয়েছে ১২৮ মেগাবাইট মেমোরি এবং ৬৪ মেগাবাইট র‍্যাম। তবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১৬ গিগাবাইট মেমোরি বৃদ্ধি করা যাবে।

G1 new

জাভা চালিত ফোনটিতে উপভোগ করা যাবে অপেরা মিনি ব্রাউজার, ফেইসবুক, জিমেইল সুবিধা।

ফোনটিতে এমপি থ্রি, এমপি ফোর, ১ হাজার ফোন বুক মেমোরি, তিনশত এসএমএস মেমোরি, ব্লুটুথ, এফএম রেডিও এবং ডকুমেন্ট ভিউয়্যার সুবিধা রয়েছে। এতে ১৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া ফোনটিতে দুইটি সিম সপোর্ট করবে।

ফোন সেটটির মূল্য ২ হাজার ৪৫০টাকা।

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন