বিশ্বকাপ উপলক্ষে ইএসপিএন-ক্রিকইনফো অ্যাপ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও টেক জায়ান্ট গুগল নিয়ে এলো ‘নাউ কার্ডস ফর ক্রিকেট’ অ্যাপ্লিকেশন।

বিশ্বকাপের কাউন্টডাউন অনেক আগেই শুরু করেছে ইএসপিএন ক্রিকইনফো । ক’দিন আগে ওয়েবসাইটির নতুন আউটলুকও আনা হয়েছে।

এবার সাইটটি নিয়ে এলো ‘নাউ কার্ডস ফর ক্রিকেট’ অ্যাপ।

Techshohor Youtube

google-now-cricket (Custom)

ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। এরই মধ্যে অনেক দল পৌঁছে গেছে আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বাংলাদেশসহ অনেক দলই সেখানে ওয়ার্মআপ ম্যাচ খেলছে। আর সেসব ম্যাচের খোঁজ সহজে নিতে ক্রিকেট প্রেমীদের সহায়তা করবে ‘নাউ কার্ডস ফর ক্রিকেট’ অ্যাপ।

অ্যাপটি অতি দ্রƒত যে কোন ম্যাচের আপডেট স্কোর জানাবে। আকর্ষক ও প্রাসঙ্গিক বিষয়ের খবরও থাকছে অ্যাপটিতে। বিশ্বব্যাপী ব্যবহারকারীরা যেখানেই থাকুক না কেন অ্যাপটির মাধ্যমে মোবাইলে পৌঁছে যাবে সর্বশেষ আপডেট।

এছাড়া, অ্যাপটিতে পছন্দের দল, খেলোয়ার বাছাই এর সুযোগ থাকছে। ফলে ব্যবহারকারীর পছন্দের দল ও খেলোয়ারের আপডেট খবর পৌঁছে যাবে ব্যবহারকারীর হতে।

ফুটবল বিশ্বকাপের মতো না হলেও অন্তত দক্ষিণ এশিয়ায় ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা কম নয়। কেননা এ অঞ্চলের বেশিরভাগ দলই ক্রিকেট বিশ্বকাপে থেলে থাকে। আরও বড় কথা এখানকার তিনটি দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলংকা শিরোপার দাবিদার। এছাড়া, ভারত বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। তাই নিজেদের একটু বেশিই খোঁজ খবর নিচ্ছেন ভারতীয়রা।

অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রোয়েড ও স্মার্টফোন ব্যবহারকারীরা।

দ্যা হিন্দু অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

আরও পড়ুন