![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পর্নো সার্চে শীর্ষ ৮টি দেশের তথ্য প্রকাশ করেছে গুগল। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তান!
গুগলের দেওয়া তালিকায় বলা হয়েছে, শূকর, গাধা, কুকুর, বিড়াল, সাপ ইত্যাদি প্রাণীর সাথে মানুষের যৌন সঙ্গমের পর্নো খোঁজার ক্ষেত্রেও পাকিস্তান সেরা অবস্থানে আছে। গত বছরও দেশটি পর্নো অনুসন্ধানে প্রথম হয়।
নিউজ ডটকম নামের এক পোর্টালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ২০০৪ সালে ঘোড়ার সাথে, ২০০৭ সালে গাধার সাথে, ২০০৫ সালে কুকুরের সাথে মানুষের যৌন মিলনের পর্নো সার্চের ক্ষেত্রে প্রথম হয়। এছাড়া ২০০৪ সালে ধর্ষণের ভিডিও খোঁজার ক্ষেত্রেও দেশটি প্রথম হয়।
পোর্টালটিতে আরও বলা হয়েছে, ধর্ষণের ভিডিও চিত্র নিয়ে তৈরি পর্নো সার্চে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত টানা ছয়বার এবং শিশু পর্ণ সার্চে ২০০৪, ২০০৭ ও ২০০৯ সালে প্রথম হয়।
গুগলের প্রকাশ করা সেরা পর্নো সার্চের ৮টি দেশের মধ্যে ৬ টিই মুসলিম প্রধান। এর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মিশর, চতুর্থ স্থানে ইরান, পঞ্চম স্থানে মরক্কো, সপ্তম স্থানে সৌদি আরব এবং অষ্টম স্থানে তুরস্ক। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লেবানন ও তুরস্ক ছাড়া অন্যান্য আরব দেশগুলোতে পর্নোগ্রাফিক বিষয়বস্তু বিক্রি নিষিদ্ধ। সম্প্রতি সৌদি আরব পর্নো লিংক খুঁজে পাওয়ায় ৯ হাজার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ফখরুদ্দিন মেহেদী
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি