Techno Header Top and Before feature image

ফটোশপ সিএস ৬ : রংয়ের ব্যবহার

Evaly in News page (Banner-2)

হাসান যোবাযের, টেক শহর কনটেন্ট কাউন্সিলর :  কালার বা রংয়ের ব্যবহার সকল ডিজাইনে অনেক গুরুত্বপূর্ণ। ফটোশপের ক্ষেত্রেও রং ব্যবহারের বিষয়টি সব সময় মাথায় রাখতে হয়। ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের ১৭তম পর্বে কালার পরিবর্তন ও সিলেক্ট করার কায়দা কানুন এবং কালার নিয়ে বেসিক সকল তথ্যই আলোচনা করা হয়েছে।

কালার ব্যবহারের কিছু নিয়ম রয়েছে সেগুলো ধীরে ধীরে জানতে হবে। প্রিন্ট এবং ওয়েব কালারের মাঝেও কিছু পার্থক্য রয়েছে। সব কিছু মিলিয়ে কালার শুধু একটু টুল নয় আরও বড় কিছু। পরের টিউটোরিয়ালেও কালার সম্পর্কে আলোচনা করা হবে।

*

*

আরও পড়ুন