![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে না থাকলেও হ্যাক হতে পারে আপনার স্মার্টফোন ও ল্যাপটপ। অবাক করার মতো বিষয় হলেও এমনটি সত্যি বলে জানিয়েছেন জর্জিয়ার ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকরা।
অফলাইনে থাকলেও ডিভাইসের লো পাওয়ার ইলেকট্রনিকস সিগন্যাল বিশ্লেষণ করে স্মার্টফোন ও ল্যাপটপের মতো ডিভাইস হ্যাক করা সম্ভব।
জর্জিয়ার ইন্সটিটিউট অব টেকনোলজি বিষয়টি নিয়ে গবেষণা করছেন। যাতে হার্ডওয়ার ও সফটওয়ারের ডিজাইন বা সিকিউরিটি উন্নত করা যায়।
বেশ কিছু কম্পিউটার নিয়ে কাজ করে গবেষকরা দেখেছেন অফলাইনেও ডিভাইস থেকে লো পাওয়ার ইলেকট্রনিকস সিগন্যাল পাওয়া যায়। সিগন্যাল পরিমাপ করে গবেষকরা সাইড চ্যানেল সিগন্যাল নামে একটি ম্যার্টিকস তৈরি করেছেন।এটি হার্ডওয়ার ও সফটওয়ারের নিরাপত্তা বাড়াবে।
তবে একই সঙ্গে এই পদ্ধতিতে স্মার্টফোন ও ল্যাপটপ হ্যাক করা যাবে। সাইড চ্যানেল পদ্ধতিতে অনেকটা দূরত্বে থেকেও স্মার্টফোন ও ল্যাপটপ নিয়ন্ত্রণ করা যায়। অ্যান্টেনা ব্যবহার করে ইলেকট্রো ম্যাগনেটিক পদ্ধতিতে ডাটা নিয়ন্ত্রণে আনা যায়।
ব্যবহারকারীরা ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব দেন। কিন্তু অফলাইনে হ্যাক হওয়ার ঘটনা ব্যবহারকারীদের উদ্বেগ বাড়াবে।
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে সৌমিক আহমেদ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : i[email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি