Header Top

তোশিবার নতুন ল্যাপটপ আনলো স্মার্ট টেকনোলজিস  

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে তোশিবার এল৪০ সিরিজের নতুন দুইটি মডেলের ল্যাপটপ আনলো স্মার্ট টেকনোলজিস। দ্রুত গতির ল্যাপটপগুলো দিয়ে  প্রফেশনাল সকল কাজ করা যাবে।

১৪ ইঞ্চি ডিসপ্লের ল্যাপটপ দুইটিতে রয়েছে ইন্টেল চতুর্থ প্রজন্মের কোর আই ফাইভ এবং কোর আই থ্রি প্রসেসর। এতে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক এবং  ৪ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম। এছাড়া রয়েছে ডিভিডি রাইটার, ব্লুটুথ, স্কাল ক্যান্ডি স্পীকার, ওয়াইফাই এবং ওয়েবক্যাম সুবিধা।

Satellite L40

বিজনেস সিরিজের আওতাভূক্ত এই ল্যাপটপগুলোতে সর্বোচ্চ ৬ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ কোর আই ফাইভের মূল্য ধরা হয়েছে ৫৫ হাজার ৩০০ টাকা এবং কোর আই থ্রির মূল্য ৪৪ হাজার ৫০০ টাকা।

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন