![]() |
আদনান নিলয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ল্যাপটপ কেনার আগে যেসব গ্রাহকদের বাজেট নিয়ে কয়েকবার ভাবতে হয় তাদের জন্য নতুন একটি মডেল এনেছে আসুস। বাজেট নিয়ে চিন্তাভাবনার মধ্যেও যাতে ভালো মানের এমনকি টাচস্ক্রিন ল্যাপটপ পাওয়া যায় সেটি মাথায় রেখেছে কোম্পানিটি।
ট্রান্সফরমার বুকফ্লিপ টিপি৩০০এলএ নামের এ ল্যাপটপে কম দামে সব দিক দিয়েই বেশ ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।
ডিজাইন
ধাতব লিডের কারণে ধরতে বেশ মজবুত মনে হবে নোটবুকটি। টাচপ্যাডেও মেটালের আবরণ দেওয়া হয়েছে যা টাচ এক্সপেরিয়েন্সকে মসৃণ করবে। এটা শুধুই ল্যাপটপ নয়, ঢাকনাটা উপর দিকে উল্টে অথবা ‘ফ্লিপ’ করে, সহজেই ব্যবহার করতে পারবেন ট্যাবলেট হিসেবে।
১.৭৫ কেজি ওজন ল্যাপটপটিকে ভারি বলা যায়, কিন্তু তা ট্যাবলেট হিসেবে, ল্যাপটপ নয়।
ডিসপ্লে
১৩.৩ ইঞ্চির স্ক্রিনে ১৩৬৬*৭৬৮ রেজ্যুলেশন পাওয়া যাবে। ডিসপ্লেতে ব্যবহার হয়েছে টিএন টেকনোলজি, যার বদৌলতে গড়পরতা ল্যাপটপের চেয়ে বেশ ভালো কালার কম্বিনেশন পাওয়া যাবে। যদিও ডিসপ্লে কন্ট্রাস্ট সে অনুযায়ী কমে গিয়েছে।
তবে আরেকটি অসুবিধাও রয়েছে। ডিসপ্লেতে রিফ্লেক্টিভ কোটিং আশপাশের আলোকে প্রতিফলিত করবে। মুভি অথবা ভিডিও দেখার সময় তা বেশ সমস্যা হয়ে দাঁড়াবে।
কনফিগারেশন ও পারফরম্যান্স
প্রসেসরে থাকছে ১.৯ গিগাহার্জের ইন্টেল কোর আই৩ থাকছে ল্যাপটপটিতে। র্যাম থাকছে ৪ জিবি। দাম হিসেবে পারফরম্যান্স খুবই ভালো। দৈনন্দিন কাজগুলো যেমন ভিডিও দেখা, ওয়েব ব্রাউজিং, হালকা ফটো এডিটিং, কোনকিছুই আটকাবে না।
গ্রাফিক্সের কাজ যারা করেন, তাদের জন্য একেবারে পারফেক্ট না হলেও চলার মত কাজ করে দেবে।
গেইমিং পারফরম্যান্সের কথা বলতে গেলে, সাধারণ গেইমগুলো ল্যাগছাড়া খেলতে পারবেন, কিন্তু একটু অ্যাডভান্সড গ্রাফিক্সের দিকে গেলেই তা আর পারবেন না।
এতে ইন্টারনাল স্পেস ৫০০ জিবি ডিফল্ট পাওয়া যাবে।
সাউন্ড
সনিক-মাস্টার ব্র্যান্ডের স্পিকারে উচ্চ ভলিউমের সাউন্ড পাওয়া যাবে। গান চালালে খুব বেশি বেজ পাবেন না, কিন্তু স্পষ্টতার দিক দিয়ে কোন সমস্যা হবে না।
ব্যাটারি
এ দিকেও প্রশংসা পাবার যোগ্য ল্যাপটপটি। বেশিরভাগ ল্যাপটপ, এমনকি কিছু প্রিমিয়াম মডেলও যেখানে ফেল করে- এ বাজেটের ট্রান্সফর্মার বুক সেখানে ভালোভাবে উতরে গেছে। তাই বুকফ্লিপ টিপি৩০০এলএ হাতে নিয়ে নিশ্চিন্তে পুরোদিন কাটিয়ে দিতে পারবেন।
এটির দাম ধরা হয়েছে ৪৫ হাজার টাকা।
এক নজরে ভালো
– সাশ্রয়ী মূল্য
– ভালো পারফরম্যান্স
– চমৎকার ব্যাটারি লাইফ
এক নজরে খারাপ
– কম রেজ্যুলেশনের ডিসপ্লে
– বাজে গেমিং পারফরম্যান্স