সহজেই কম্পিউটার ড্রাইভার খোঁজা

drivers-techsohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক সময় ড্রাইভার সিডি হারিয়ে যায় কিংবা পুরাতন ড্রাইভার সফটওয়্যারটি নতুন অপারেটিং সিস্টেমে কাজ করে না। এক্ষেত্রে অনেক ভোগান্তি পোহাতে হয়। তবে সঠিক ড্রাইভারের মডেল নাম্বার জানলে কাজটি সহজ হয়ে যায়।

তাই সহজে ড্রাইভার নাম্বার খুঁজে পেতে প্রথমে Start >Control panel >system এ যান।

driver search 1

Techshohor Youtube

System উইন্ডো থেকে ‘Hardware’ ট্যাব সিলেক্ট করুন। এবার ‘Device Manager’ সিলেক্ট করুন। এখানে আপনার পিসির সাথে সংযুক্ত হার্ডওয়্যারগুলোর একটি তালিকা দেখতে পারবেন। যে সব হার্ডওয়্যার ড্রাইভারের অভাবে ঠিকমতো ইনস্টল করা হয়নি সেগুলোর পাশে হলুদ রঙের প্রশ্নবোধক (!) চিহ্ন থাকবে।

driver search 2

হলুদ প্রশ্নবোধক চিহ্নিত হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Properties ওপেন করুন। Properties থেকে Details ট্যাবটি সিলেক্ট করুন।

driver search 3

এবার ড্রপ ডাউন মেনু থেকে Hardware ids সিলেক্ট করুন।

এবার ভেল্যু লিস্ট থেকে সর্বশেষ ভ্যালু ctrl+c চেপে কপি করুন। এখন এটা গুগল, বিং অথবা যে কোন সার্চ ইঞ্জিনে পেস্ট করে সার্চ করুন। পেয়ে যাবেন আপনার ড্রাইভার সফটওয়্যার।

– তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন