Header Top

চালকবিহীন গাড়ি নিয়ে আসছে ডেইম্লার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি জায়ান্ট গুগলের পথ ধরে চালকবিহীন গাড়ি তৈরি করতে যাচ্ছে জার্মানির অটো প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডেইম্লার। অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠানটির এফ-০১৫ মডেলের মার্সেটিজ-বেঞ্জের চালকবিহীন গাড়িগুলোর চেহারা কেমন হতে পারে তার কিছু ছবি দেখানো হয়েছে। লাস ভেগাসের অ্যানুয়াল কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শো’তে সোমবার ছবিগুলো দেখায় ডেইম্লার।

গাড়িগুলো ব্যবহারকারীর টেক্স ম্যাসেজ অনুযায়ী নির্দেশনা মেনে চলাচল করবে। গাড়িগুলো চালানো যাতে নিরাপদ ও সহজ হয়, সেজন্য ব্র্যাকিং ও স্টিয়ারিংয়ের মতো স্বয়ংক্রিয় সিস্টেমসমূহের উপর বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

self-driving concept car

ডাবল রুমের এই গাড়িগুলোতে ভার্চুয়াল যোগাযোগ সুবিধা থাকবে। প্রশস্ত কেবিন ছাড়াও এগুলোতে থাকবে অ্যালুমিনিয়ামের কাঁচ ও হালকা নীল রঙের এলইডি লাইটিং সুবিধা।

ডেইম্লারের প্রধান নির্বাহী অফিসার ডিটার জেটসকি জানিয়েছেন, বাইরের জগতের সাথে ভার্চুয়াল যোগাযোগের জন্য গাড়িগুলোর কেবিনে ছয়টি ডিজিটাল ডিসপ্লে থাকবে। ডিসপ্লেগুলো অঙ্গভঙ্গি, চোখের ইশারা বা হাতের স্পর্শে কাজ করবে।

 

রয়টার্স ও সিনেট অবলম্বনে আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন