Header Top

আল্ট্রাপিক্সেল ক্যামেরার সেলফি ফোন আনতে যাচ্ছে এইচটিসি

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন নিমার্তা প্রতিষ্ঠান এইচটিসি সেলফি প্রেমীদের জন্য নতুন ফোন আনার ঘোষণা দিয়েছে। ‘এইচটিসির ডিজায়ার ৮২০’ নামের এই স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরায় ‘আল্ট্রাপিক্সেল’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি কম আলোতেও স্পষ্ট ছবি তোলার সুবিধা দেবে।

ফোনটিতে রয়েছে ৬৪ বিট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ চিপসেট ১.৭ গিগাহার্টজ প্রসেসর। ৫.৫ ইঞ্চির ডিসপ্লের স্মার্টফোনের পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। আছে ২ গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ও মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা।

htc

এতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। উন্নত সাউন্ডের জন্য রয়েছে ডলবি অডিও ফ্রন্ট-ফেসিং বুমসাউন্ড স্টেরিও স্পিকার। এছাড়াও রয়েছে ২৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

এইচটিসির ডিজায়ার ৮২০ মাস চারেক পরে বাজারে আসবে, তবে লাস ভেগাসের সিইএস ২০১৫ -তে নতুন এই ফোন উন্মুক্ত করা হয়েছে। বিশ্লেষকরা ধারণা, এইচটিসির নতুন ফোনটি ফ্রন্ট ক্যামেরা জন্য বিশেষ জনপ্রিয়তা পাবে।

 

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন