![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চলতি বছর বিশ্বে এক বিলিয়নের বেশি স্মার্টফোন বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী চার বছরে বিক্রির এ হার আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (আইডিসি)।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১২ সালের তুলনায় চলতি বছরে ৩৯.৯ শতাংশ স্মার্টফোন বিক্রি বেড়েছে। এ ধারা পরবর্তী কয়েক বছরে আরও বাড়বে।
বিশ্লেষকদের মতে, মাত্র কয়েক বছরের মধ্যে বর্তমানে স্মার্টফোন ব্যবহাকারীর সংখ্যা বিলিয়ন ছাড়িয়ে গেছে। এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। একে অপরের সাথে যুক্ত থাকা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে স্মার্টফোন খুব বেশি জনপ্রিয় ব্যবহারকারীদের কাছে।
প্রতিষ্ঠানটির মতে, প্রায় সব ধরনের ক্রেতার ক্রয়সীমার মধ্যে দাম কমে আসায় মূলত স্মার্টফোন বিক্রি বেড়েছে। এখন গড়ে ৩৩৭ ডলার দামে বিক্রি হচ্ছে এককেটি হ্যান্ডসেট। যা আগের বছর থেকে ১২ শতাংশ কমেছে। আইডিসি ধারণা করছে, ২০১৭ সালে স্মার্টফোনের গড় মূল্য ২৬৫ ডলার হবে।
আইডিসির বিশ্লেষক রামন লামস বলেন, দাম কমার কারণে বেশি পরিমাণে স্মার্টফোন বিক্রি হচ্ছে। অপর এক বিশ্লেষক র্যাইয়ান রেইথও বলেছেন একই কথা। তিনি বলেন, ‘ফোন বিক্রির এ হার বৃদ্ধির মূল বিষয়টি নির্ভর করছে স্মার্টফোনের মূল্যের ওপর।’
আইডিসি ধারণা করছে, ২০১৭ সালে ১.৭ বিলিয়ন স্মার্টফোন বিক্রি হবে যা ২০১৩ সাল থেকে ১৮.৪ শতাংশ বেশি।
স্মার্টফোন প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এশিয়া এবং উত্তর আমেরিকায়। আগামী চার বছরে এ দুই অঞ্চলে ব্যবহারকারী বাড়বে ২৩ শতাংশ করে। স্মার্টফোন প্রবৃদ্ধিতে ইউরোপও পিছিয়ে নেই। বছরে বাড়ছে ১১.১শতাংশ হারে।
বিবিসি প্রতিবেদন থেকে তুসিন আহমেদ