উইন্ডোজ সেভেনের প্রয়োজনীয় শর্টকাট

Windows-7-Shortcut-Keys-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার এখন নিত্যপ্রয়োজনীয় একটি যন্ত্র হয়ে দাড়িয়েছে। কম্পিউটারে দ্রুত কাজের ক্ষেত্রে শর্টকাট ব্যবহারের বিকল্প নেই। উইন্ডোড সেভেনেও অনেক শর্টকাট কী রয়েছে, যেগুলো ব্যবহার করে আমরা আরও দ্রুত কাজ করতে পারি। তেমনই কিছু শর্টকাট এখানে তুলে ধরা হলো, যে যেগুলো আমাদের কাজকে আরও গতিশীল করবে।

১.Windows + D ক্লিক করে আপনি আপনার ডেক্সটপকে শো অথবা হাইড করতে পারবেন।

২.Windows + Left arrow অথবা Windows + Right Arrow তে ক্লিক করে যে কোন উইন্ডো কে মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করে ডানে বামে নিতে পারবেন।

Techshohor Youtube

৩ Alt + Tab এ ক্লিক করে আপনার বর্তমানে যে উইন্ডোগুলো আছে সবগুলো বক্স আকারে দেখতে পাবেন। তার মধ্যে থেকে আপনি সহজে বাছাই করে নিতে পারবেন।

৪..Windows + Up Arrow অথবা Windows + Down Arrow ক্লিক করে যে কোন উইন্ডোকে কে মিনিমাইজ করতে পারবেন।

৫.Windows + (+) অথবা Windows + (-) এ ক্লিক করে আপনি যেকোন জিনিসকে ছোট-বড় করে দেখতে পারবেন।

Windows-7-Shortcut-Keys-TechShohor

৬. Windows + E ক্লিক করে সহজেই ‘মাই কম্পিউটার’ ওপেন করতে পারবেন।

৭.Windows + T অথবা Windows + (SHIFT) + (T) ক্লিক করে টাক্সবারে থাকা যেকোন আইটেম ফোকাস করে T ক্লিক করে হোল্ড করে ওপেন করতে পারবেন।

৮.Windows + L ক্লিক করে সহজেই কম্পিউটার Lock করে ফেলতে পারবেন।

৯.Windows + M ক্লিক করে সকল উইন্ডোকে মিনিমাইজ করতে পারবেন।

১০.Windows + Tab ক্লিক করুন। তারপর যতগুলো উইন্ডো ওপেন করা আছে সবগুলো থ্রিডি আকারে আসবে। ট্যাব এ ক্লিক করে সিলেক্ট করতে পারবেন।

– তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন