![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার কোম্পানি ওরাকল কর্পোরেশন তাদের ক্লাউড সেবার পরিসর বাড়াতে বিপুল পরিমান বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে আরও চারটি ক্লাউড সার্ভিস সেন্টার খুলেছে প্রতিষ্ঠানটি।
ওরাকল জানিয়েছে, কানাডা এবং জার্মানিতে নতুন এই চারটি সেন্টার স্থাপন করা হবে। এ নিয়ে ওরাকলের মোট ক্লাউড সেন্টারের সংখ্যা হবে ১৭। ফলে গ্রাহকেরা আরও উন্নত সেবা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্ঠরা।
ওরাকলের প্রেসিডেন্ট মার্ক হার্ড বলেন, “ক্লাউড সার্ভিসের জন্য ওরাকল সবসময়ই প্রথম পছন্দ। গ্রাহকদের আরও উন্নত এবং আধুনিক সেবা দিতে এই খাতে আমরা আরও বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। তারই প্রথম ধাপ হিসেবে নতুন এই চারটি সেন্টার খোলা হচ্ছে।” – বিজ্ঞপ্তি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি