Techno Header Top and Before feature image

আসছে মজিলার স্বচ্ছ স্মার্টফোন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্বচ্ছ আবরণের স্মার্টফোন আনছে মজিলা। জাপানের বাজারকে লক্ষ্য করে আনা হচ্ছে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের এই ডিভাইস।

জাপানের টেলিকম ব্র্যান্ড কেডিডিআইয়ের সহযোগিতায় আনা হচ্ছে এই স্মার্টফোন।

এফএক্সজিরো মডেলের এই ফোনে ফোরজি ও এনএফসি টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এটি ডিজাইনের দিক থেকে যে কোনো জনপ্রিয় ডিভাইসের সাথে পাল্লা দেবে বলে জানা গেছে।

Firefox-OS-Phone-2

৪.৭ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে রয়েছে দ্রুত গতির প্রসেসর ও রযা ফম, ২৩৭০ মিলি অ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি। তবে কারিগরি দিক থেকে এর বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই।

বেস্ট মোবাইল প্রাইজ ডটনেটের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে ফোনটির মূল্য ধরা হয়েছে ৪২০ মার্কিন ডলার।

 

ম্যাশেবল অবলম্বনে আহমেদ মনসুর

*

*

আরও পড়ুন