নতুন মাল্টিফাংশনাল কালার প্রিন্টার আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে ব্রাদার ব্র্যান্ডের  মাল্টিফাংশনাল কালার ইঙ্কজেট প্রিন্টার আনলো গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। এমএফসি-জে২৩২০ মডেলের প্রিন্টারটির সাহায্যে এ-থ্রি সাইজের রঙ্গীন বা সাদা-কালো ডকুমেন্ট প্রিন্ট করা যাবে।

প্রিন্টারটি এ৪-সাইজের ডকুমেন্ট স্ক্যান, কপি, ফ্যাক্স, পিসি ফ্যাক্স, ডাইরেক্ট ফটো প্রিন্ট ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। কম্পিউটার ছাড়াও আলাদা ডিভাইস হিসেবে একে ফ্যাক্স, কপিয়ার বা ফটো প্রিন্টার হিসেবে ব্যবহার করা যায়।

Brother MFC-J2320 A3 Color Inkjet Printer_Image

Techshohor Youtube

সহজে ইমেজ নেভিগেশন ও প্রিভিউ দেখার জন্য প্রিন্টারটিতে রয়েছে ২.৭ ইঞ্চির স্পর্শকাতর নিয়ন্ত্রিত কালার এলসিডি ডিসপ্লে।  প্রিন্টারটির সাদা-কালো প্রিন্টের গতি ৩৫ পিপিএম, রঙ্গীন প্রিন্টের গতি ২৭ পিপিএম এবং প্রিন্ট রেজ্যুলেশন ১২০০ বাই ৬০০০ ডিপিআই।

এতে বিল্ট-ইন ওয়্যারলেস এবং ইথারনেট থাকায় সহজেই নেটওয়ার্কের মাধ্যমে বহু ব্যবহারকারী ব্যবহার করতে পারে। প্রিন্টারটিতে ডুপ্লেক্স ফিচার থাকায় উভয় পৃষ্ঠায় প্রিন্ট দেয়া যায়।

প্রিন্টারটির মূল্য ধরা হয়েছে ১৫ হাজার ৮ শত টাকা।

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন