অ্যাডোবির নিরাপত্তা সতর্কতা

adobe_TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বিষয়ক সতর্কতা জারি করেছে অ্যাডোবি। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির মুখপাত্র হেথার ইডেল জানান, যা ধারণা ছিল, আক্রান্ত ব্যবহারকারীর সংখ্যা তার চেয়েও অনেক বেশি।

অ্যাডোবি স্বীকার করেছে, তাদের সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এ পর্যন্ত ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর তথ্য চুরির অশঙ্কা করা হচ্ছে।

adobe_pic
এর আগেও তাদের সফটওয়্যার দুর্বলতার সুযোগে এ ধরনের ঘটনা ঘটেছে। অক্টোবরে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে।  আক্রান্ত ব্যবহারকারীদের অনেকেই সাইবার অপরাধীদের পাঠানো ইমেইলের ফঁাদে পা দেন। অক্রান্ত ব্যবহারকারীদের মধ্যে ২.৯ মিলিয়নই ই-মেইলের মাধ্যমে তাদের তথ্য খুইয়েছেন।

Techshohor Youtube

অনলাইনে ১৫২ মিলিয়ন অ্যাডোবি ব্যবহারকারীর অ্যাকাউন্ট ও অন্যান্য তথ্য আছে। এসব ব্যবহারকারীর মধ্যে ২৫ মিলিয়নের অ্যাকাউন্ট নিস্ক্রিয়। সাইবার অপরাধীরা সাধারণত এসব অ্যাকাউন্টেই বিভিন্ন উপায়ে হামলা চালায়।

টেলিগ্রাফ অবলম্বনে তারেক হাবিব

*

*

আরও পড়ুন