![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল ম্যাপের ‘স্ট্রিট ভিউ’ হালনাগাদ করা হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ ১৬টি বিমানবন্দর ও ৫০টিরও বেশি রেলওয়ের ম্যাপ ফিচার যুক্ত হয়ে এই সেবায় । এসবের মধ্যে আছে লন্ডন, মাদ্রিদ, গ্যাটওইক বিমানবন্দর। আছে ওয়াটার লু’র মতো রেল স্টেশনও । এমনকি দুবাই বিমানবন্দরের রানওয়েতে থাকা এয়ারবাসকেও সনাক্ত করা যাবে ম্যাপে।
ইতোমধ্যে ভেনিসের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ম্যাপও যুক্ত হয়েছে স্ট্রিট ভিউতে। শহরটির যেখানেই আপনার অবস্থান থাকুক, কাঙ্খিত গন্তব্যের পথ পেতেও কাজে আসবে বিশ্বসেরা সার্চ ইঞ্জিনের এই সেবা।
এক ব্লগ পোস্টে গুগল স্ট্রিট ভিউ’র প্রোগ্রাম ম্যানেজার উলফ স্পিটজার জানান, এখন যেকোনো জায়গায় বসে কাঙ্খিত গন্তব্যের ওপর নজর রাখা যাবে, ভ্রমণের ছক আঁকা যাবে।
আগে থেকেই গন্তব্যের দূরত্ব ও সঠিক পথের ধারনা পাওয়ায় ভ্রমণকারীরা সহজে ও অল্প সময়ে ভ্রমণ করতে পারবে।
টেলিগ্রাফ অবলম্বনে তারেক হাবিব