অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্যও উন্মুক্ত অ্যামাজন অ্যাপস্টোর

appstore_pic_techshohor

টেক শহর স্টাফ কাউন্সিলর : অ্যামাজনের অ্যাপস্টোর অনেকটা অ্যান্ড্রয়েডের প্লে স্টোরের মতোই। এটি মূলত কিল্ডল ফায়ার ট্যাবলেট ব্যবহারকারীদের বেশি কাজে আসে। তবে নতুন সংস্করণে অ্যান্ড্রয়েড চালিত ডিভাইস দিয়েও অ্যাপস্টোর থেকে অনায়াসে অ্যাপ ডাউনলোড করা যাবে।

সম্প্রতি অ্যামাজানের অ্যাপস্টোরের নতুন সংস্করণ ‘৭’ উন্মুক্ত করা হয়েছে। নতুন ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। দেখতে অনেকটা অ্যামাজানের অপারেটিং সিস্টেম (ওএস) ৩.১-এর মতো। এই ওএসটি সম্প্রতি উন্মুক্ত করা হয়।

appstore_pic

Techshohor Youtube

গুগলের প্লেস্টোরের আদলের সঙ্গেও এর মিল আছে। অ্যামাজনের অ্যাপস্টোরটি ব্যাকগ্রাউন্ড রং কালো ধূসর এবং কিছুটা কমলা। নতুন অ্যাপস্টোর আগের চেয়ে উন্নত করা হয়েছে। আর কাজও চলবে দ্রুতগতিতে। আগের সংস্করণে কিছু কারিগরি ত্রুটি থাকলেও নতুনটিতে তা সংশোধন করা হয়েছে।

পেইড অ্যাপের পাশাপাশি ফ্রি অ্যাপও আছে এই স্টোরে। অ্যামাজনের নতুন অ্যাপসস্টোরটি এখান থেকে ডাউনলোড করা যাবে।

আর যদি আপনার ডিভাইসে পুরনো সংস্করণটি (৫) থাকে, তাহলে হালনাগাদ করে নিলেই হবে।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন