vivo Y16 Project

আদমজী ক্যান্টনমেন্টে বিজ্ঞান উৎসব শুরু

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আদমজী ক্যান্টনমেন্ট কলেজে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘এমএমএল-এসিসি বিজ্ঞান উৎসব’। কলেজের নিউট্রিনো এসিসি বিজ্ঞান ক্লাব উৎসবটির আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছেন, উৎসবের প্রথমদিনে নিজেদের কলেজসহ প্রায় ১৫০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেখানে আইকিউ টেস্ট এবং প্রজেক্ট প্রদর্শনীর জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন প্রতিযোগিরা।

adamji (1)

Techshohor Youtube

নিউট্রিনো ক্লাবের নির্বাহী সদস্য ও কলেজের গণিত অলিম্পিয়ার্ডের সাধারণ সম্পাদক রিদওয়ানুর রহমান টেকশহরকে জানান, “শুক্রবার থেকে মেলা আরও জমে উঠবে। কেননা সেদিন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট প্রদর্শনী, দেয়াল পত্রিকা প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, রিউবিক কিউব, আইকিউ টেস্ট প্রতিযোগিতায় অংশ নেবেন।

সমাপনী দিন শনিবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালসহ আরও প্রযুক্তিবিদরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

ফখরুদ্দিন মেহেদী

*

*