![]() |
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড গ্রাহকদের জন্য অবিশ্বাস্য কম মূল্যে প্রিপেইড সংযোগের সাথে মাত্র ৯৮৯ টাকায় হ্যান্ডসেট দিচ্ছে।
গ্রাহকরা ম্যাক্সিমাস অথবা স্ট্রবেরি বর্্যান্ডের যে কোন একটি কোম্পানির হ্যান্ডসেট পছন্দ করার সুযোগ পাবেন। বাজারে এটি সবচেয়ে আকর্ষণীয় অফার যা গ্রাহকদের সাশ্রয়ী, মানসম্মত সেট, ক্যামেরা, টর্চ, এফ এম রেডিও, এমপি থ্রি/ফোর, দীর্ঘসথায়ী ব্যাটারি, বাংলা কি প্যাড, ডুয়েল সীম সহ বিভিন্ন ফিচার নিশ্চিত করবে। এই অফারের সাথে রবি’র Èজয় ২১’ প্রি-পেইড প্যাকেজের কলরেট ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকগণ সর্বোচ্চ সাশ্রয়ী মূল্যে তার পছন্দসই বর্্যান্ডের হ্যান্ডসেটের সাথে এ প্যাকেজের আওতায় বোনাস টকটাইম, এএসএমএস, ইন্টারনেটসহ প্রত্যাশিত বিভিন্ন বোনাস সুবিধা পাবেন।
এ বিষয়ে বিসত্মারিত জানার জন্য ভিজিট করম্নন: রবি ওয়েবসাইট www.robi.com.bd অথবা রবি ফেসবুক ফ্যানপেজ।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি