Techno Header Top and Before feature image

আইআইইউসির প্রযুক্তি উৎসবে তিনশ’ শিক্ষার্থী

ctg-tech-test-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চট্টগ্রামের প্রযুক্তপ্রেমী প্রায় তিনশ শিক্ষার্থীর অংশগ্রহণে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) সীতাকুণ্ড ক্যাম্পাসে চলছে টেক ফেস্ট।

উৎসব উপলক্ষে বন্দরনগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতি ক্যাম্পাসকে দিয়েছে ভিন্ন এক মাত্রা।

ctg-tech-test-techshohor

বিভিন্ন ধরনের আইডিয়া ও উদ্ভাবন নিয়ে তরুন প্রযুক্তিবিদদের প্রজেক্ট প্রর্দশনী দৃষ্টি কেড়েছে সবচেয়ে বেশি। উৎসব দেখতে আসা দর্শনার্থীদের বাহবাও কুড়িয়েছে বেশ।

আইআইইউসির ট্রিপলি, কম্পিউটার ও টেলিকম ক্লাব উৎসবটির আয়োজন করছে। বুধবার দুই দিনের এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পর টেক কুইজ প্রতিযোগিতা দিয়ে শুরু হয় বিভিন্ন কার্যক্রম।

ctg-tech-test-techshohor

এরপর গণিত অলিম্পিয়াড, সফটওয়ার উন্নয়ন ও আইডিয়া উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিজয়ীদের নাম উৎসবের শেষ দিন বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

বুধবার উদ্বোধন করেন আইআইইউসির উপাচার্য ড. আবু বক্কর রফিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক প্রফেসর ড. মো. কায়কোবাদ।

– সাইমুম সাদ

১ টি মতামত

  1. Mohammad hasib said:

    Post টি ভালো লাগলো, আমাদেরও এই রকম উদ্ভাবনী ইচ্ছা রয়েছে, সবাই দোয়া কইরেন যেন এগিয়ে যেতে পারি।

*

*

আরও পড়ুন