স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর ৭০ শতাংশ নারী

snapchat_techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্ন্যাপচ্যাট ছবি শেয়ারের জন্য অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ। বিশ্বজুড়ে স্ন্যাপচ্যাটের ব্যবহাকারী দিনদিন বৃদ্ধি পাচ্ছে।সম্প্রতি প্রকাশ পায় চমক দেয়ার মত এক তথ্য। এতে দেখা যায় অধিকাংশ স্ন্যাপচ্যাট ব্যবহাকারীই নারী।

স্ন্যাপচ্যাটের সিইউ এ্যাভান বুধবার জানান, ‘স্ন্যাপচ্যাটের যত ব্যবহাকারী রয়েছেন তার মধ্যে ৭০ শতাংশ নারী।

snapchat_techshohor

Techshohor Youtube

সবচেয়ে বেশি ছবি শেয়ার করার জন্য স্ন্যাপট্যাট ব্যবহার করা হয়। প্রতিদিন অ্যাপটি দিয়ে  ৪০ কোটি ছবি শেয়ার হয়। এর বেশিরভাগই করে থাকেন নারীরা।

সম্প্রতি  শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক ৩ বিলিয়ন ডলার বিনিময়ে কিনতে চাইলেও স্ন্যাপচ্যাট এতে সাড়া দেয়নি। স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ এটিকে আরও বিস্তৃতি করতে চায়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে নতুন নতুন ভাষায় সেবা প্রদান করতে চায় স্ন্যাপচ্যাট।

ম্যাশাবল অবলম্বনে তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন