উড়োজাহাজে মোবাইল ব্যবহারের অনুমতি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উড়োজাহাজ ওঠানামার সময় যাত্রীদের মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহারে এতদিন ছিল কড়াকড়ি। বহু দিনের এই প্রথা অবশেষে ভাঙতে যাচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজে মোবাইল ফোন ব্যবহারেরর নিষেধাজ্ঞা থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের চেয়ারম্যান  টম হুইলার এক বক্তব্যে বলেন, মোবাইল গ্রাহকদের সেবার পরিধি বাড়াতে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এর সঙ্গে মোবাইল ব্রডব্যান্ড সেবাও থাকছে।

তিনি বলেন, “উড়োজাহাজ ওঠানামায় মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক্স ডিভাইস চালু থাকলে যেসব ঝুঁকি থাকত, আধুনিক প্রযুক্তিতে সেসব সমস্যার সমাধান করা সম্ভব। তাই মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ির পুরনো প্রথা থেকে বেরিয়ে আসার সময় এসেছে।” বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের নিয়ে কাজ করছেন বলেও জানান।

Techshohor Youtube

PLANE-PHONE

তবে আনুষ্ঠানিকভাবে এই প্রথা উঠে গেলেও তা কার্যকর হবে কি না, তা উড়োজাহাজ কর্তৃপক্ষের মর্জির ওপরও নির্ভর করছে। অবশ্য অধিকাংশ উড়োজাহাজ কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সেবা বাড়াতে প্রয়োজনীয় সব কিছু করতে তারা প্রস্তুত।

টেলিগ্রাফ অবলম্বনে তারেক হাবিব

*

*

আরও পড়ুন