হাত কাঁপুনি দূর করবে গুগলের ডিজিটাল চামচ!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল ‘স্মার্টস্পুন’ নামের বিশেষ এক চামচ এনেছে বাজারে। এটি পার্কিনস রোগীদের জন্য তৈরি করা হয়েছে।

রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া দুর্বল নার্ভের রোগীদের কাঁপুনি সমস্যা দূর করতে এই ডিজিটাল চামচ সহায়তা করবে বলে জানা গেছে।

smart spoon

Techshohor Youtube

প্রযুক্তি জায়ান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, সার্টস্পুন গড়ে ৭৬ শতাংশ পর্যন্ত কাঁপুনি দূর করতে পারে ব্যবহারকারীর।

পারকিনস রোগীদের শরীর, বিশেষ করে হাত কিভাবে ও কেন কাঁপে এবং এক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার উপায় কি -এ নিয়ে গবেষণা করে হাজারও আলগোরিদিম ব্যবহার করে এই চামচ তৈরি করা হয়েছে। ইন্টারনেট জায়ান্ট বর্তমানে চামচটির প্রচারণার কাজ শুরু করেছে। বাজারজাতের শুরুতে ২৯৫ ডলারে এই চামচ কিনতে পাওয়া যাবে বলে জানা গেছে।

বিশ্বজুড়ে পারকিনস রোগীর সংখ্যা ১ কোটিরও বেশি। এই তালিকায় আছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিনের মাও। সে কারণে এই চামচ প্রস্তুত প্রক্রিয়ার শুরুতে গবেষণার জন্য ব্রিন পাঁচ কোটি ডলার দান করেন।
ডিজিট ডটকম ও টেক টাইমস অবলম্বনে আহমেদ মনসুর

আরো পড়ুনঃ

*

*

আরও পড়ুন