![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টুইনমস ব্রান্ডের স্কাই ভি৫০১ মডেলের থ্রিজি স্মার্টফোনের সাথে বিশেষ অফার ঘোষনা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। অফারের আওতায় প্রতিটি স্মার্টফোন এর সাথে একটি করে পোলো টি-শার্ট পাবেন ক্রেতারা।
এমটিকে কোয়ার্ড কোর ১.২ গিগাহার্জ প্রসেসর সম্পন্ন এই স্মার্টফোনের ফিচারগুলোর মধ্যে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২ জেলিবিন অপারেটিং সিস্টেম, ডুয়াল ব্যাটারি, ৪ গিগাবাইট ফোন মেমোরি, ৫ ইঞ্চি হাইডেফিনিশন ডিসপ্লে, ১ গিগাবাইট র্যাম, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, মাইক্রো ইউএসবি পোর্ট, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ), এফএম রেডিও, থ্রিজি ভিডিও কল সুবিধা, ভয়েস রেকর্ডার, ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা।
৯.৮ মিলিমিটার স্লিম টুইনমসের এই স্মার্টফোনটির অন্যতম মৌলিক ফিচার হচ্ছে এর ডুয়াল ব্যাটারি সুবিধা। অর্থাৎ, লিথিয়াম ব্যাটারির (১৭০০ এমএএইচ) চার্জ শেষ হয়ে গেলেও ভেতরের লি-পলিমার (১১০০ এমএএইচ) ব্যাটারি দিয়ে প্রয়োজনীয় সকল ধরনের কাজ করা যায়।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ফোনটির দাম ১৭ হাজার ৯০০ টাকা। – বিজ্ঞপ্তি