বাজারে এলো তোশিবা মাল্টিমিডিয়া প্রজেক্টর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তোশিবা ব্রান্ডের নতুন প্রজেক্টর বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। তোশিবা এনপিএস১৫এ মডেলের প্রজেক্টরটিতে থ্রিডি সাপোর্টেড ডিএলপি মাল্টিমিডিয়া সুবিধা রয়েছে।

তিন হাজার এএনএসআই ল্যুমেন্স সম্পন্ন প্রজেক্টটিতে রয়েছে ১০০০০:১ কনট্রাস্ট রেশিও এবং ৪:৩ আসপেক্ট রেশিও । এতে রয়েছে এইচডিএমআই পোর্ট, কেনসিংটন লক। এছাড়া  রিমোর্ট কনট্রোলসহ বিল্ট ইন লেজার পয়েন্টার সুবিধা আছে।

Toshiba NPS15A

Techshohor Youtube

প্রজেক্টরটির মূল্যে ধরা হয়েছে ৩৯ হাজার ৯০০ টাকা। গ্রাহকরা প্রজেক্টরটি কিনলে পাবে তিন বছর বিক্রয়োত্তর সেবা।

তুসিন আহমেদ

আরো পড়ুনঃ

*

*

আরও পড়ুন