Header Top

সহজে ভিডিও ডাউনলোডের সফটওয়্যার

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেটের সহজলভ্যতায় এখন ভিডিও দেখার জন্য আলাদা করে সিডি কেনা হয় খুব কম। প্রয়োজনীয় নানান ভিডিও এখন বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া যায়। সেগুলো বিনামূল্যে ডাউনলোডও করা যায়।

তবে ডাউনলোডের সময় পোহাতে হয় নানা ভোগান্তি। কারণ, ইউটিউব ছাড়াও এমন অনেক ভিডিও শেয়ারিং সাইট আছে, যেখান থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না। সেজন্য দরকার পড়ে ভালো মানের ডাউনলোড সফটওয়্যারের।

এমন এক চমৎকার সফটওয়্যার হলো ‘ডেইলমোশন ডাউনলোড’। এ প্রতিবেদনে এ অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

Screenshot_2

সফটওয়্যারটির ফিচারগুলো
১. জনপ্রিয় সব ভিডিও শেয়ারিং সাইট থেকে ভালো মানের ভিডিও ডাউনলোড করা যায়।
২. এভিআই, এমপিফোর বা বিভিন্ন মানের ডব্লিউএমভি ফরম্যাটে ভিডিও রূপান্তর করা যায়।
৩. যে কোন ভিডিওকে এমপিথ্রিতে কনভার্ট করা যায়।
৪. ভাষাও পরিবর্তন করা যায়।

সফটওয়্যারটি বিনামূল্যে এখান থেকে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন:

*

*

আরও পড়ুন