ভালো অ্যানিমেশনে গণিত ও পদার্থবিজ্ঞানও দরকার : নাফিস

Nafees_Photo_techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যানিমেশন ও গ্রাফিক্সে ভালো করতে হলে গণিত ও পদার্থবিজ্ঞানও দরকার হবে, তাই এই দুই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। শুক্রবার সন্ধ্যায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত এক সেমিনারে অস্কারজয়ী প্রথম বাংলাদেশি নাফিস বিন যাফর এই কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কম্পিউটার গ্রাফিক্স বা অ্যানিমেশন বিষয়টা আসতে হবে একদম মনের ভেতর থেকে। থাকতে হবে সৃজনশীলতা। শুধু গ্রাফিক্সই নয়, যেকোনো কাজের জন্যই প্রয়োজন কেৌতূহলী মন। এটাই সফলতার প্রথম ধাপ। তবে শুরু করাটাই হচ্ছে আসল কথা।’

Nafees_Photo
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : অ্যাট ওয়ার্ল্ডস ইন্ড’ ছবিতে মোশন পিকচার অ্যান্ড ফিল্ম অ্যানিমেশনের জন্য ২০০৭ সালে অস্কার পান নাফিস। এখন কাজ করছেন হলিউডে। এত জনপ্রিয়তা সত্ত্বেও নাফিসের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই। বিষয়টি বিস্ময়কর। এ সম্পর্কে তিনি সাফ জানিয়ে দেন, ‘আমি ব্যবসা করতে চাই না। নিজের আনন্দেই কাজ করে যেতে চাই।’

Techshohor Youtube

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ চেৌধুরী, সদস্য লুনা সামছুদ্দোহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ডিন ড. আলী শিহাব সাব্বির।

*

*

আরও পড়ুন