ডিসকাউন্ট ফেয়ারের গেইমিং চ্যাম্পিয়ন সন্তু, মনির ও টিম ইনটক্সিকেটেড

game gigabyte

সাইমুম সাদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শেষ পর্যন্ত দু’ভাইয়ের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের সমাপ্তি হয়েছে ছোট জনের জয়ের মধ্য দিয়ে।

ফিফা-১৪ গেইমের ফাইনালে দুই সহোদরের লড়াইটি বেশ জমিয়ে তোলে ডিসকাউন্ট ফেয়ারের গেইমিং জোনকে। শুধু যে দু’ভাই রোমাঞ্চিত হয়েছেন তা নয়, এটি দর্শকরাও উপভোগ করেছেন বেশ।

এ দুই ফাইনালিস্ট শুধু যে ভাই তা নয়, তারা একই কলেজের শিক্ষার্থীও বটে। চ্যাম্পিয়ন আরফান জানি সন্তু ঢাকা কলেজ প্রথম বর্ষের শিক্ষার্থী আর তার বড় ভাই একই কলেজ থেকে সদ্য ইন্টারমিডিয়েট পাশ করেছেন।

Techshohor Youtube

বাকি দুই ইভেন্ট ফিফা-১৫ এর চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াহিদ মনির ও দলগত ইভেন্ট কল অব ডিউটিতে চ্যাম্পিয়ন হয়েছেন টিম ইনটক্সিকেটেড।

আরও পড়ুন: ডিসকাউন্ট মেলায় লড়ছে ২৫০ গেইমার

game gigabyte

এদের মতো গেইমের টানে সামরিক জাদুঘর প্রাঙ্গনে রোববার শেষ হওয়া ডিসকাউন্ট ফেয়ারে ছুটে এসেছিলেন রাজধানীর আড়াইশরও বেশি গেইমার। এদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেউবা স্কুল পড়ুয়া।

তিন দিনের ম্যাউস প্যাডের লড়াইয়ে প্রত্যেকেই নিজের জাত চিনিয়েছেন। প্রতিযোগিতায় হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে উঠে এসেছেন চূড়ান্ত পর্বে।

টানটান উত্তেজনাপূর্ন লড়াই শেষে বিজয়ী সন্তু টেকশহর ডটকমকে জানান, ‘অনেক দিন ধরেই গেইম খেলছি। এর পেছনে অনেক সময় দিয়েছি। আজ মনে হচ্ছে আমার পরিশ্রম স্বার্থক।’

ফিফা-১৪ চ্যাম্পিয়ন ও রানারআপ দুই ভাই যথাক্রমে ৫ হাজার ও ৩ হাজার টাকা পেয়েছেন।
অপরদিকে ফিফা-১৫ গেইমে ৫০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ইউল্যাবের বিবিএর শিক্ষার্থী ওয়ালিদ মনির। রানার আপ হয়েছেন রাফসান জানি অপু।

চ্যাম্পিয়ন ও রানারআপ যথাক্রমে ৫ হাজার ও ৩ হাজার টাকা পেয়েছেন।

প্রতিযোগিতার একমাত্র দলগত ইভেন্ট ছিল কল অব ডিউটি। এতে সর্বমোট ৭টি দল অংশ নেয়। চূড়ান্ত লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইনটক্সিকেটেড।

বিজয়ী দলের সদস্যরা হলেন, বিসিআইসি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুন্না, একই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তোকি তাজওয়ার চৌধুরী, হিড ইন্টারন্যাশনাল স্কুলের রিফাতুল ইসলাম শুভ, বাংলা স্কুলের শিক্ষাথী ইফরানুল হক সবুজ ও ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী রেজোয়ানুর রহমান তানভীর।

game-techshohor

দলের সদস্য মুন্না জানালেন, ‘এটা অন্যরকম এক ভালো লাগার অনুভুতি। প্রথমবারের মতো কোন প্রাইজ পেলাম’।

প্রাইজমানির টাকায় কি করবেন জিজ্ঞাসা করলে শুভ জানান, ‘টিমের জন্য গেমিং সরঞ্জাম কিনব।’
কল অব ডিউটিতে রানার আপ হয়েছে টিম জিরো। টিমের সদস্যরা হলেন-অনিল করিম, রানা পারভেজ, রাকিবল হাসান, অর্ক বিশ্বাস, সিয়াম আারাফাত।

দুটি দল যথাক্রমে সাত ও পাঁচ হাজার টাকার প্রাইজমানি পেয়েছে।

এ প্রতিযোগিতার আয়োজক গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মুহাম্মদ আনাজ খান টেকশহরডটকমকে জানান, গেমিংটাকে জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে তার প্রতিষ্ঠান। তৃণমূল পর্যায় থেকে গেইমার তুলে আনতে চান তারা।

প্রতিযোগিতার সহযোগী আয়োজক আমব্রেলা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পরিচালক বাসিতুল ইসলাম জানালেন, ‘প্রতিযোগিতার সবচেয়ে বড় অর্জন হলো নতুন দুটো টিম চ্যাম্পিয়ন হয়েছে। নতুন নতুন গেইমার যুক্ত হচ্ছে।এটা একটা ইতিবাচক দিক।’

মেকার এক্সপো আয়োজিত চার দিনের এ ডিসকাউন্ট মেলায় গেইমিং প্রতিযোগিতার সহ-আয়োজক ছিল অর্পন কম্যুনিকেশন।

আরো পড়ুনঃ

*

*

আরও পড়ুন